বিনোদন ডেক্স : চরিত্রের প্রয়োজনে নিজের চেহারায় বড় পরিবর্তন—সিনেমার ইতিহাসে এমন সিদ্ধান্ত নতুন নয়। কখনো চুল কেটে ফেলা, কখনো পুরোপুরি ন্যাড়া হয়ে যাওয়া—এই রূপান্তর অনেক সময় গল্পের আবেগকে আরও গভীরে নিয়ে যায়। আন্তর্জাতিক পরিসরে এমন দৃষ্টান্ত বহুবার দেখা গেলেও বাংলাদেশের সিনেমায় তা ছিল বেশ বিরল। দেশীয় প্রেক্ষাপটে টাক লুকে এর আগেও কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা গেছে। চিত্রনায়ক মান্নাকে ‘ম্যাশিনম্যান’ সিনেমায় টাক চরিত্রে হাজির হতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে চঞ্চল চৌধুরীকে টাক শেডে দেখা গেলেও তা সিনেমার বাস্তব দৃশ্যে নয়। শাকিব খান অভিনয় করেছেন ছোট চুলে। তবে অনস্ক্রিন চুল কেটে ন্যাড়া হয়ে যাওয়া—এই সিদ্ধান্তে ঢাকাই সিনেমায় নতুন সংযোজন করলেন আরিফিন শুভ।























