ক্রীড়া ডেস্ক : সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিউ সাউথ ওয়েলসবাসীর প্রতি জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। রবিবার রাতে সংঘটিত ওই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৪২ জন আহত হন। নিউ সাউথ ওয়েলস হেলথ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত শহরের বিভিন্ন হাসপাতালে ২৭ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহতদের চিকিৎসায় বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় লাইফব্লাড সংস্থা সাধারণ মানুষকে দ্রুত রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে প্যাট কামিন্স লেখেন, ‘বন্ডাইয়ে গত রাতের ভয়াবহ ঘটনায় আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত।
ভুক্তভোগী, তাদের পরিবার, বন্ডাইয়ের মানুষ এবং এই কঠিন সময়ে ইহুদি সম্প্রদায়ের প্রতি আমার গভীর সমবেদনা।’তিনি আরো বলেন, ‘যাদের পক্ষে সম্ভব, তারা যেন দ্রুত রক্তদানের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেন।’লাইফব্লাড জানায়, বিশেষ করে O নেগেটিভ ও O পজিটিভ রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘জনসংখ্যার সাত শতাংশেরও কম মানুষের রক্তের গ্রুপ O নেগেটিভ। অথচ জরুরি পরিস্থিতিতে এই রক্ত সবচেয়ে বেশি প্রয়োজন হয়।’হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার উসমান খাজা। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘অর্থহীনভাবে প্রাণহানি, ভেঙে পড়া পরিবার আর আতঙ্কিত বন্ডাই কমিউনিটি, কোনো ভাষায় এই কষ্ট প্রকাশ করা যায় না।





















