বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক ঠিক নেই। এমনকি তাদের বিচ্ছেদের পথে হাঁটছেন এমন খবরও সামাজিক ও নেটমাধ্যমে ছড়িয়েছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা এই সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজেই সত্যি ঘটনা তুলে ধরেছেন। বর্তমানে মিথিলা সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে আছেন। কবে যাত্রা করেছেন, তার বিস্তারিত তথ্য প্রকাশ না হলেও, এক সংবাদ মাধ্যমের বরাতেই খবরটি এসেছে। সাক্ষাৎকারে মিথিলা বলেন, “এরকম হয়েছে যে সৃজিতের অনেক পরিবারের সঙ্গে আমার আগে দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি এবং আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হয়েছে সবাইকে। গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, তারপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। এরকম অনেক ঘুরে বেড়ানো হয়নি।”
সেই সময় তিনি বলেছেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।”পডকাস্ট সঞ্চালক সরাসরি জানতে চাইলে, সৃজিত এখনও তার স্বামী কি না, মিথিলা রহস্য রেখে বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।”মিথিলার এই সাক্ষাৎকার সম্পর্ক ও গুঞ্জনের আড়ালে চলা সত্য ঘটনা উন্মোচন করলো, যা ভক্ত ও অনলাইন পাঠকদের মধ্যে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে।
কিউএনবি/মহন/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৪৯