মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী সীমান্তে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে ৯লক্ষ ৯ হাজার টাকার মাদক আটক। গত ৯ ডিসেম্বর বিরামপুর বিশেষ ক্যাম্প চোরাচালন অভিযান চালিয়ে ২৪০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন মূল্য ৩৬ হাজার টাকা।
গত ১১ ডিসেম্বর দাইনুর বিওপি চোরাচালন অভিযান চালিয়ে ৭শত পিচ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ৬৯০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট আটক করেন, যাহার মূল ৬ লক্ষ ৫৭ হাজার টাকা। গত ১০ ডিসেম্বর কাটলা বিশেষ ক্যাম্প দুটি চোরাচালন অভিযান চালিয়ে ১হাজার ৪ শত ৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন, যাহার মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে চোরাচালান দমনে বিজিবি দিন রাত নিরলস ভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪