নিউজ ডেক্স : লিভারপুল তারকা মোহামেদ সালাহর সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনি। তার মতে, এই আচরণে সালাহ শুধু লিভারপুলকে বিব্রতই করেননি, বরং ক্লাবে নিজের প্রতিষ্ঠিত মর্যাদাকেও ঝুঁকির মুখে ফেলেছে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকার পর সালাহ অভিযোগ করেন, তাকে ‘বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে’ এবং তার সঙ্গে কোচ আর্নে স্লটের ‘কোনো সম্পর্ক নেই’। টানা তিন ম্যাচে একাদশে জায়গা না পাওয়ায় রাগেই এমন মন্তব্য করেন তিনি। তবে রুনি এটিকে সরাসরি দল, কোচ ও সমর্থকদের প্রতি অসম্মান হিসেবে দেখছেন।
বিবিসিকে তিনি বলেন, ‘কেন এমন কথা বলতে হবে? সালাহ লিভারপুলের হয়ে অসাধারণ খেলেছে, কিন্তু তাই বলে দলের নিয়মের ঊর্ধ্বে কেউ নয়।’চলতি মৌসুমে লিভারপুল ফর্মে নেই জানিয়ে রুনি আরো বলেন, “এই সময়ই লিভারপুলের সবচেয়ে বেশি প্রয়োজন সালাহকে। তবুও সে এমন কথা বলে পুরো দলকেই বিপাকে ফেলছে। এভাবে সে আসলে লিভারপুলকেই ‘বাসের নিচে’ ফেলে দিল।”রুনি সালাহকে পরামর্শ দিয়ে বলেন, ‘সমাধান সহজ, ম্যানেজারের সঙ্গে বসে কথা বলো, ভুল হলে ঠিক করো। নইলে ক্লাব ছাড়ো। ঝুলে থাকা উচিত নয়। ১৫ ডিসেম্বর থেকে সালাহ মিশরের হয়ে আফ্রিকা কাপ অব নেশনস খেলতে যাচ্ছেন।
রুনি বলেন, ‘সবই ভেবে-চিন্তে করা। বোমা ফেলে এখন জাতীয় দলে গিয়ে নিরাপদ আশ্রয় নেবে। লিভারপুলের জন্য আপাতত তার অনুপস্থিতিই ভালো।’২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত সালাহ ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন, জিতেছেন প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা। কিন্তু চলতি মৌসুমে ১৩ লিগ ম্যাচে গোল মাত্র ৪টি। রুনির মতে, বয়স বাড়লে অনেক ফুটবলারই নিজের পতন স্বীকার করতে চান না। নিজের অভিজ্ঞতার কথা টেনে রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আমিও বেঞ্চে ছিলাম। কিন্তু মিডিয়ায় ঝড় তোলার বদলে কোচের সঙ্গে সোজাসাপ্টা কথা বলেছিলাম। হাত মিলিয়েছি, সম্মান দেখিয়েছি। সালাহ যেভাবে প্রকাশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা ভুল পথে হাঁটা।’
কিউএনবি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৩১