বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন বেশ কিছু দিন হয়েছে। সেই সময় সালমান খানের মুখে দুঃসংবাদ শুনে চমকে যান তিন মাস ধরে বিগ বসের ঘরেবন্দি সদস্য়রা। পিতৃতুল্য ধর্মেন্দ্রকে হারিয়ে শোকস্তব্ধ হন ভাইজান। ‘বিগ বস ১৯’ এর গ্র্যান্ড ফিনালেতে আবেগঘন সঞ্চালক সালমান খান চোখে পানি নিয়ে সে দিন নিজের গুরুদায়িত্ব পালন করেন।
হিন্দি সিনেমার হি-ম্যান ধর্মেন্দ্রর প্রয়াণে মনভার সবার। তবে ধর্মন্দ্রর মৃত্যু সালমানের কাছে ব্যক্তিগত শোক। তাই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ধর্মেন্দ্রর মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গিয়েছিলেন ‘বিগ বস ১৯’-এর ফাইনালিস্টরা। এরপরই সালমান খান ও শোর প্রতিযোগীরা উঠে দাঁড়িয়ে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান।
এ বিষয়ে সালমান খান বলেন, আপনারা যখন ভেতরে ছিলেন, তখন আমরা আমাদের হি-ম্যানকে হারিয়েছিলাম। আমরা সেরা মানুষটিকে হারিয়েছি। আমি মনে করি না যে, ধরমজির চেয়ে ভালো ব্যক্তি আর কেউ আছেন। তিনি রাজার মতো জীবনযাপন করেছেন, খোলা হৃদয়ে সময় কাটিয়েছেন।
সালমান বলেন, কারণ তিনি একজন নিরীহ মানুষ এবং পেশিসুলভ শরীর নিয়ে এসেছিলেন। তিনি একটি মনোমুগ্ধকর চরিত্র, একটি শক্তি নিয়ে এসেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার কাছে এটি ছিল। তোমাকে ভালোবাসি ধরমজি। উল্লেখ্য, জীবদ্দশায় ধর্মেন্দ্র জানিয়ে গিয়েছিলেন— তার বায়োপিক হলে ছেলে সানি বা ববি নন সেই সিনেমায় অভিনয় করবেন তার আরেক ‘বেটা’ সালমান খান। ভাইজানকে পুত্রস্নেহে কাছে টেনে নিয়েছিলেন ধর্মেন্দ্র। নিজের পিতৃতুল্য সিনিয়র অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ সালমান খান।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১২