রাজনীতি ডেক্স : খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে তিনি এ কথা জানান। আহমেদ আজম খান বলেন, ‘গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে।’ তিনি বলেন, ‘বলবার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি (খালেদা জিয়া) আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বলা যায় উনি (খালেদা জিয়া) খুব ডিপ কন্ডিশনে। আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনেই আছেন। আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন, বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।’ আজম খান বলেন, ‘এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও সংযুক্ত হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবেই চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা।’ তিনি বলেন, ‘এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহর কাছে একমাত্র কামনা।’
কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩২