ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পুলিশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। শটগানটি কীভাবে কলেজের পাশে ঝোপের মধ্যে এলো, সে বিষয়ে তদন্ত চলছে।
ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত বছরের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল। ওই সময় কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন থানা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে। লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে আমাদের লুট হওয়া অস্ত্রের নাম্বার মিলিয়ে দেখার পর অস্ত্রটি থানার কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:২২