স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩০ রান। দলের হাল ধরতে ক্রিজে অবস্থান করছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ দেখায় হেরেছিল বাংলাদেশ। দুই বছর আগে এই একই মাঠে সে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল স্বাগতিকরা। এবারও সে শঙ্কা উঁকি দিচ্ছে। রান তাড়ায় নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছে টপ অর্ডার। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের দুজনেই মাত্র ১ রান করে আউট হয়েছেন। ওয়ান ডাউনে নামা অধিনায়ক লিটন দাস সাজঘরে ফিরেছেন ২ রান করে।
চতুর্থ ব্যাটার সাইফ হাসান ১৩ বলে খেলে ১ চারের মারে ৬ রান করে সাজঘরে ফিরেছেন। তাতে ৫.৩ ওভারের মধ্যে মাত্র ১৮ রানের বিনিময়ে শুরুর চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলের হাল ধরতে আপাতত ক্রিজে দেখেশুনে খেলছেন হৃদয় ও জাকের। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় পুঁজি তুলে নেয় আয়ারল্যান্ড। ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারের মারে ৬৯ রানে অপরাজিত ছিলেন হ্যারি টেক্টর। এছাড়া টিম টেক্টর ১৯ বলে ৩২ ও কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ছাড়া বল হাতে সবাই বেশ খরুচে ছিলেন। ৪ ওভারে তিনি খরচ করেন মাত্র ২৩ রান। তবে এদিন এ পেসার উইকেটের দেখা পাননি। ৪১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। ১টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৫