স্পোর্টস ডেস্ক : এনজেড-টোয়েন্টির প্রতিষ্ঠা কমিটির প্রধান ডন ম্যাককিননের নেয়া উদ্যোগ অনুযায়ী, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের আদলে লিগটি পরিচালিত হবে। এর অনুমোদন ক্ষমতা থাকবে নিউজিল্যান্ড ক্রিকেটের হাতে। আর তা পরিচালিত হবে ফ্র্যাঞ্চাইজির অধীনে। মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি রাখার পরিকল্পনা রয়েছে। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট এ নিয়ে এখনও কিছু জানায়নি।
নিউজিল্যান্ডে বর্তমানে ঘরোয়া একটি টি-২০ টুর্নামেন্ট চালু আছে। সুপার স্ম্যাশ নামের ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল ২০০৫-০৬ সালে। এতেও দলসংখ্যা মোট ৬টিই; অকল্যান্ড অ্যাসেস, ক্যান্টারবেরি কিংস, সেন্ট্রাল স্ট্যাগস, নর্দার্ন ব্রেভ, ওটাগো ভলটস ও ওয়েলিংটন ফায়ারবার্ডস। এনজেড২০ চালু হলে সুপার স্ম্যাশকে প্রতিস্থাপন করবে।
ম্যাককিনন পেশায় আইনজীবী এবং দেশটির স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশনের প্রধান। তিনি বলেছেন, ধারণাটি এসেছে নিউজিল্যান্ডের সাবেক কয়েকজন ক্রিকেটারের মাথা থেকে। তাদের মধ্যে রয়েছেন স্টিফেন ফ্লেমিংয়। দুই পক্ষ এক হয়ে নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়।
ম্যাকনিন ক্রিকইনফোকে বলেছেন, ‘ধারণাটি আসলে বেশ সরল। নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের একটি ভালো সময় (সূচি) দিতে পারে কি না, তা দেখার বিষয়। ব্যক্তি মালিকানাধীন প্রতিযোগিতার জন্য এটা একেবারে অপরিহার্য, আদর্শগতভাবে নিউজিল্যান্ডে গ্রীষ্মের সময়। জানুয়ারি মাসে পুরুষদের প্রতিযোগিতার জন্য আদর্শ। আমাদের অনেক ছুটির স্থান, সুন্দর তৃণভূমি এবং একটি ছোট ভক্ত-কেন্দ্রিক, মজাদার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে নিউজিল্যান্ডের সেরা খেলোয়াড়দের খেলতে হবে। আশা করা যায় কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ও থাকবে।’
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১০:২০