স্পোর্টস ডেস্ক : ২০২৬ আসর দিয়ে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে ক্রিকেটারদের নিলাম পদ্ধতি। যেখানে ৫০০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেন। এর মধ্যে ২৪৫ ক্রিকেটার রয়েছেন নিলামের সংক্ষিপ্ত তালিকায়। যেখানে একঝাঁক তারকার পাশাপাশি পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে যাওয়া ভারতীয় লেগস্পিনার পিযূশ চাওলা, ইংল্যান্ডের সামিত প্যাটেল ও রবি বোপারার মতো ক্রিকেটাররাও আছেন।
বিদেশি ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় আছেন ৪০ জন। যেখানে উল্লেখযোগ্য ক্রিকেটাররা হচ্ছেন– পিযূশ চাওলা, শোয়েব মালিক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জনসন চার্লস, কেসি কার্টি, জর্জ মুনসী, ওয়েন পারনেল, উসামা মির, আভিষ্কা ফার্নান্দো, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, দাসুন শানাকা, জর্জ ডকরেল, বাস ডি লিড, শান মাসুদ, সালমান আলী আগা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, চামিকা করুণারত্নে, জেফরি ভেন্ডারসি, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালািঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস ও আমের জামাল।
২৫ সদস্যের ‘ডি’ ক্যাটাগরিতে আছেন– উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং আইরে, মির হামজা, ইরফান খান নিয়াজি, শেভন ড্যানিয়েল, ব্র্যাড ইভানস, সালিম সাফি, আহমেদ দানিয়াল। এ ছাড়া ৯৮ সদস্যের ‘ই’ ক্যাটাগরিতে আছেন– নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল, এডওয়ার্ড বার্নার্ড।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৩