স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়েছিল পার্থ টেস্ট। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি মাত্র দু’দিনেই শেষ হয়ে যায়। ১০৪ বছর পর ঐতিহ্যবাহী অ্যাশেজের ইতিহাসে কেউ দুই দিনের মধ্যে টেস্ট পরাজিত হয়েছে। ট্রাভিস হেডের ঝোড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে পার্থের সেই উইকেট নিয়ে আলোচনা চলছিল। অথচ আইসিসি তাদের সর্বোচ্চ রেটিং দিয়েছে।
যদিও পার্থ টেস্টের প্রথমদিন পুরোদমে রাজত্ব করেছে বোলাররা, অ্যাশেজের ইতিহাসে এবারই প্রথম প্রথমদিনেই ১৯ উইকেটের পতন হয়। দ্বিতীয় আগ্রাসী খেলায় ইংলিশ বোলারদের আর সুযোগ দেননি অজি ব্যাটার হেড। ১৬টি চার ও ৪টি ছক্কার মারে তিনি মাত্র ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বনিম্ন ৮৪৭ বলে ম্যাচ শেষ হওয়ার নজিরও গড়ে পার্থ টেস্ট। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ম্যাচ শেষে বলেন, ‘দ্বিতীয় দিনের শেষদিকে এই উইকেট বেশ ভালো হয়েছে, সম্ভবত শেষ দিকের জন্য নিজের সেরাটা বরাদ্দ রেখেছিল। গত বছরও আমরা একই আচরণ দেখেছি।’
আইসিসি ম্যাচ রেফারির দেওয়া সর্বোচ্চ রেটিং পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট প্রধান জেমস অলসোপ, ‘ম্যাচ রেফারির “খুব ভালো” রেটিং পার্থ স্টেডিয়াম নিয়ে আমাদের যে বিশ্বাস, তাতে ন্যায়বিচার দিয়েছে। কারণ এখানে ব্যাট-বলের মাঝে ভালো ভারসাম্য থাকার উপযোগী উপাদান আছে। উভয় দলের দুর্দান্ত কিছু পেস বোলিং পারফরম্যান্সের কারণে তাদের দাপট দেখা গেছে এবং ছাড় না দেওয়ার মানসিকতার কারণে মাত্র দু’দিনেই ফল পেয়েছে পার্থ টেস্ট।’
পার্থে মাত্র দুই দিনেই প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ায়, তৃতীয় দিনের টিকিট কাটা ৬০ হাজার দর্শকের মাথায় হাত। সেজন্য অবশ্য ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার সেঞ্চুরিয়ান ব্যাটার হেড, ‘আমি ৬০ হাজার দর্শকের জন্য কষ্ট পাচ্ছি, যারা কাল (তৃতীয় দিন) এখানে খেলা দেখার জন্য আসতে চেয়েছিলেন। আশা করি পরবর্তীতে আবারও এখানে হাউজফুল দেখা যাবে।’
কিউএনবি/খোরশেদ/২৭ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৪