বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন অনেক আগেই। পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভেঙে যায়। গত বছর অভিনেতার সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হাঁটুর বয়সি যুবক হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় ফিটনেস কুইন অভিনেত্রী মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরের সঙ্গে ডেট করছেন নিয়মিতই। সম্প্রতি মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে দেখা গেছে। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় গুঞ্জন।
সেই তরুণ যুবক হীরা ব্যবসায়ী। এই কনসার্টের পর থেকেই তাদের প্রেমের খবর ছড়াতে থাকে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখে। যদিও অভিনেত্রী এবং তার কথিত প্রেমিক একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিতে চাননি, তবে শেষ রক্ষা হয়নি। বুধবার (২৬ নভেম্বর) বিকালে মালাইকা ও হর্ষ মেহেতা প্রায় একই সময়ে একই টার্মিনালে উপস্থিত হন। মালাইকা কিছুটা এগিয়ে ছিলেন, আর হর্ষকে ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরে তার পিছু নিতে দেখা যায়। পার্কিং এরিয়ায় পৌঁছে দুজনকে একই গাড়িতে উঠতে দেখা যায়। অভিনেত্রী আগে গাড়িতে বসেন এবং কয়েক সেকেন্ড পরেই হর্ষ মেহেতা একই গাড়িতে প্রবেশ করেন। এই দৃশ্য তাদের সম্পর্ক নিয়ে নতুন করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
কিউএনবি / মহন / ২৭ নভেম্বর ২০২৫ / সকাল ১১:৪০