ডেস্ক নিউজ : মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করে চরিত্রহননের অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৬ নভেম্বর) রাতে অধ্যাপক আলী রীয়াজ এক বিবৃতিতে এ সব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিটি পাঠিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২