স্পোর্টস ডেস্ক : ঝোড়ো ব্যাটিংয়ে অনন্য নজির গড়লেন উর্বিল। ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ ৩১ বলে সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় তিনি।
আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গুজরাট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে উর্বিলের। ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অধিনায়কত্বের প্রথম ম্যাচটিতে সার্ভিসেসের বিপক্ষে ৩৭ বলে ১১৯ রানে অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার সেঞ্চুরিতে সার্ভিসেসের ১৮৩ রান ৪৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট।
৩১ বলে সেঞ্চুরির পথে ১০টি ছক্কা ও ১২টি চার মেরেছেন উর্বিল। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে এর চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে দুটি। ২০২৪ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৭ নভেম্বর ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেন উর্বিল। এর এক সপ্তাহ পর মেঘালয়ার বিপক্ষে ২৮ বলে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন সৌরাষ্ট্রের অভিষেক শর্মা।
সব মিলিয়ে স্বীকৃতি টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি সাহিল চৌহানের। ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে। গত বছরের জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন এস্তোনিয়ার এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। তবে এক জায়গায় উর্বিল একটু বিশেষ। একমাত্র তারই ৪০ বলের কমে তিনটি সেঞ্চুরি আছে।
টি-টোয়েন্টির মতো লিস্ট ‘এ’ ক্রিকেটেও উর্বিল দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও আছেন। ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেন তিনি, যা ভারতের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছে।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৪