নিউজ ডেক্স : রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তির আগুন নিভেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হচ্ছে। পাঁচ ঘণ্টার বেশি সময় পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলে এক খুদে বার্তায় জানায় ফায়ার সার্ভিস।
আগুনে বস্তির শত শত বাসিন্দা হয়ে পড়েছেন আশ্রয়হীন। রাতে তাদের বড় অংশই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সেখানে সাতটি ইউনিট পাঠানো হয়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে ইউনিট বাড়ানো হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের খবর পাওয়ার পর যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর। পৌঁছানোর পর দেখা যায়, আগুনের কাছাকাছি পানির উৎস নেই। এ কারণে আগুন নেভাতে সমস্যায় পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা।
এক পর্যায়ে তারা বস্তি লাগোয়া খাল থেকে পানি নেওয়া শুরু করেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনে দেড় হাজার ঘর পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। সরেজমিন দেখা যায়, আগুন থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বস্তির বাসিন্দারা। কেউ কেউ ঘরের মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন। কাউকে কাউকে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। লাভলী বেগম নামের বস্তির এক বাসিন্দা বলেন, ‘আমার সব পুইড়া শ্যাষ; কিচ্ছু নাই। সাত বছর এই বস্তিত আছি। অনেক কষ্টে কিছু জিনিসপত্র কিনছিলাম। ঘরে টিভি, ফ্রিজ আছে। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়।’
কিউএনবি / মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / সকাল ১১:৫১