বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেছেন। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল ও চাকরিজীবী। সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি। কণ্ঠশিল্পী পূজা এর আগে ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার কর্মজীবনে চারটি একক অ্যালবামসহ অসংখ্য একক ও মিশ্র গান গেয়েছেন। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে— তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে প্রমুখ।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পূজা বলেন, গত এক বছর ধরে আমাদের পরিচয় ও বন্ধুত্ব। পারিবারিকভাবে সোমবার আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য আশীর্বাদ করবেন। এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। উল্লেখ্য, বাঁধন সরকার পূজা ২১ ডিসেম্বর ১৯৯৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাইমচর এলাকায়। বাবা নীবাস চন্দ্র মাঝি, মা প্রণিতা সরকার। দুই বোনের মধ্যে তিনি বড়। ছোটবোন মধুরীমা সরকার পূর্ণা। তিনি ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচ এস সি পাশ করেন। আইইউবি থেকে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং শেষ করেন এবং ডেসকোতে ইন্টানশিপ করছেন।
কিউএনবি / মোহন / ২৫ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:০৯