বিনোদন ডেক্স : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন। ১ নভেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কয়েকদিনের কঠিন লড়াইয়ের পর, গতকাল সোমবার (২৪ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার, বন্ধু ও চলচ্চিত্র জগতের মানুষরা গভীর শোক প্রকাশ করেন। সোমবার পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ধর্মেন্দ্রর পরিবার ছাড়াও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকেও দেখা যায়।
অমিতাভ বচ্চন, যিনি ‘শোলে’ ও ‘চুপকে চুপকে’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছিলেন, ব্লগে তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আরেকজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এক গভীর নীরবতা রেখে গেলেন। তিনি শুধু শারীরিক গঠনের জন্যই নয়, তার বিশাল হৃদয় আর সরলতার জন্যও সবার প্রিয় ছিলেন। তিনি তার গ্রামের মাটির গন্ধ সঙ্গে নিয়ে চলতেন এবং সারা জীবন নিজের স্বভাবের প্রতি সত্য ছিলেন।’ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’, যেখানে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা ও জয়দীপ আহলাওয়াত। ছবিটি এই ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা। শেষকৃত্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, সঞ্জয় দত্তসহ আরো অনেক তারকাকে দেখা গেছে। সন্ধ্যায় রেখা, কাজল, প্রীতি জিন্তাসহ আরো অনেকে দেওল পরিবারের বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান।