স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির মাইলফলক ছুঁলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও খেলে যাচ্ছেন বাবর আজম।
টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি আর ৩৮টি ফিফটির সাহায্যে ৪ হাজার ১৮৮ রান করেন বিরাট কোহলি। বাবর আজম ইতোমধ্যে ১৩৪ ম্যাচে তিন সেঞ্চুরি আর ৩৮টি ফিফটির সাহায্যে রেকর্ড ৪ হাজার ৩৯২ রান করেছেন।
রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলার পথে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ছাড়িয়ে যান বাবর আজম।
বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার তামিম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সবমিলে ৩৯১ ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৪৯ রান করেন। বাবর আজম ইতোমধ্যে ৩৩৪ ম্যাচে অংশ নিয়ে ৩২টি সেঞ্চুরি আর ১০৫টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৫৯ রান করেছেন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৫