আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামাতে ইসলামী ডোমার উপজেলা শাখা আয়োজিত দাঁড়িপাল্লা মর্কার এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর নির্বাচনী প্রচারনায় অংশ হিসাবে মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩নভেম্বর) সকাল ৯টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠের হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী ও জেলা জামাতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় জেলা জামাতের সেক্রেটরী অধ্যপক মাওঃ আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম, পৌর আমীর নুর কামাল, সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, প্রভাষক আব্দুল খালেক, আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো দলীয় নেতাকর্মীগণ মটরসাইকেল নিয়ে শোডাউন কর্মসূচি পালন করেন। ডোমার বাজার প্রদক্ষিণ করে হরিণচড়া, বোড়াগাড়ী, জোড়াবাড়ী, কেতকীবাড়ী, গোমনাতী ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থেকে এমপি নির্বাচিন করতে জনসাধারণ ও দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪০