স্পোর্টস ডেস্ক : রোববার (২৩ নভেম্বর) লিটন দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজের দলে বড় চমক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের অন্তর্ভূক্তি। তবে, দলে নেই পেসার তাসকিন আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে থাকা তাসকিন এই মুহূর্তে আবুধাবি টি-টেনে ব্যস্ত থাকায় দলে নেই। শামীম বাদ পড়েছেন বাজে পারফরম্যান্সের কারণে। তাদের জায়গায় সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম অঙ্কন দলে ডাক পেয়েছেন। টেস্ট ও ওয়ানডেতে জাতীয় দলে আগেই অভিষেক হলেও টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেলেন অঙ্কন। আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। একই মাঠে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্কোয়াড (প্রথম দুই ম্যাচের জন্য): লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩