ক্রীড়া ডেস্ক : ফরাসি ফুটবল ভক্তরা সম্ভবত এমন দিনের অপেক্ষায় ছিলেন বহু বছর ধরে। শনিবার রাতে একই দিনে লিগ টেবিলের শীর্ষস্থানে দেখা গেল দুই ফরাসি চিরপ্রতিদ্বন্দ্বী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অলিম্পিক মার্শেইকে! দিনের প্রথম ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের জোড়া গোলে নিসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মার্শেই। দলের হয়ে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন গেবনের তারকা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং। এছাড়া একটি করে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান ইগর পাইক্সাও ও মার্কিন ফুটবলার থিমোথি উইয়াহ। কোচ রবার্তো ডি জেরোবির অধীনে মার্সেই তাদের শেষ দশটি লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে, আটটি জয় এবং একটি ড্র তুলে নিয়েছে।
























