ডেস্ক নিউজ : মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ার কারণে ৯ মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ ছিল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৫৬ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের উপর ড্রোন পড়ে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
কিউএনবি/খোরশেদ/২৩ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:৫০