ডেস্ক নিউজ : দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, জনসম্মুখে শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। নিরাপত্তা কোথায়? অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এরআগে, রাত ১১টার পর কাজলা গেট সংলগ্ন হোটেল খাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন ফাইনান্স বিভাগের শিক্ষার্থী ফারাবি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন একই বিভাগের শিক্ষার্থী বকশি ও নাট্যকলা বিভাগের মিনহাজ। ফারাবি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। পুলিশ প্রশাসনও কাজ করছে।
কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৬:৩৪