স্পোর্টস ডেস্ক : লেগ স্পিনার আবরার আহমেদের দুর্দান্ত বোলিং আর ওপেনার সাইম আইয়ুবের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানের সিরিজ জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেল স্বাগতিক পাকিস্তান। আজ শনিবার ফয়সালাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে ১৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
টার্গেট তাড়া করতে নেমে ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৪.২ ওভারে ৭২ রান।
এরপর লেগ স্পিনার আববার আহমেদ, অফ স্পিনার আগা সালমান ও বাঁহাতি স্পিনার মোহাম্মদন নওয়াজের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র ৭১ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে দেড়শো রানের আগেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়া দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৭০ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে এই রান করেন। এছাড়া ৪৫ বলে চারটি চার আর এক ছক্কার সাহায্যে ৩৯ রান করেন আরেক ওপেনার পিটোরিয়াস। ১৬ রান করেন অধিনায়ক ম্যাথিউ ব্রিটজেক।
পাকিস্তানের হয়ে লেগ স্পিনার আবরার আহমেদ ১০ ওভারে মাত্র ২৭ রানে ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি ও দুই স্পিনার আগা সালমান আর মোহাম্মদ নওয়াজ।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫০