বিনোদন ডেস্ক : সুজান খানের মা জারিন কত্রকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গোটা বলিউড। জয়া বচ্চন, হেমা মালিনী থেকে ডিম্পল কপাডিয়াসহ অনেকেই ছিলেন জারিনের শেষযাত্রায়। তবে জারিনকে কবর দেওয়া হয়নি, বরং দাহ করা হয় তাকে। ছেলে জায়েদ খান মাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছেন। জারিনের সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। কেন হিন্দু রীতি মেনেই হলো সুজানের মায়ের শেষকৃত্য?
মুসলিম পরিবারে বিয়ে করেন জারিন। যদিও তার জন্ম হয় জিউ পরিবারে। অর্থাৎ তার বাবা ইহুদি ধর্মে বিশ্বাসী। কিন্তু, সুজানের মায়ের শেষকৃত্য হয় হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী। এ প্রসঙ্গে সুজানের বোন ফারাহ লেখেন, ‘আমার কাছে আমার মা জারিন খুব বিশেষ একজন মানুষ। তার জীবনের মন্ত্র ছিল, ভুলে যাও, ক্ষমা করে দাও। অত্যন্ত দয়ালু মনের মানুষ ছিলেন। তাই প্রতিটা বন্ধু তাকে ভালোবাসত। আমার মা আমাদের পরিবারটাকে বেঁধে রেখেছিলেন। তার জন্ম হয় পার্সি হিসাবে, বিয়ে হয় মুসলিম পরিবারে ও শেষকৃত্য হয় হিন্দু মতে। মানবতার প্রতীক ছিলেন আমার মা।’
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৫