স্পোর্টস ডেস্ক : ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের তুলে ধরেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা জাহানারা। তিনি বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
এ নিয়ে বিসিবির কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা। তিনি বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তাই।’শুধু মঞ্জুর বিরুদ্ধেই নয়, যৌন হয়রানির এ গুরুতর অভিযোগ তিনি এনেছেন প্রয়াত নারী বিভাগের সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধেও। জাহানারা বলেন, ‘২০২১ সালে কো-অর্ডিনেটর সরফরাজ বাবু ভাইকে দিয়ে তাওহীদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। তিনি নিজে থেকে সরাসরি কখনো অ্যাপ্রোচ করেনি। বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করেছে।’
এসব নিয়ে বিসিবির সিইও’র কাছে চিঠি লিখেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা। যা তাকে মানসিক চাপে ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি। হতাশা প্রকাশ করে জানান, তিনি আর বিসিবির কাছে বিচার চান না। আল্লাহ’র কাছে বিচার চেয়ে কখনো প্রয়াত তাওহীদ মাহমুদ কিংবা মঞ্জুকে ক্ষমা করবেন না বলেও জানান জাহানারা।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০