বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ডিএসইতে বড় উত্থান, লেনদেন প্রায় ৪৭৬ কোটি টাকা গাজায় ইসরাইলের গণহত্যা কি জার্মানি দেখছে না, মের্ৎসকে এরদোয়ানের প্রশ্ন কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির’র কর্মী ও সর্বসাধারণের সঙ্গে মতবনিমা সভা অনুষ্ঠিত।  দেশের পুষ্টি-অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম: প্রাণিসম্পদ উপদেষ্টা প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন লা লিগায় সর্বোচ্চ এমবাপ্পের, নতুন চুক্তিতে মেসির বেতন কত রুশ তেল কেনা বন্ধ করল ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ফরিদপুরে নকল সার জব্দ, চালককে জরিমানা বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতার মামলা হচ্ছে, বিপাকে কংগ্রেস নেতারা এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর

ডিএসইতে বড় উত্থান, লেনদেন প্রায় ৪৭৬ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বড় ধরনের উত্থান দেখা গেছে। ডিএসইতে ১ লাখ ৬০ হাজার ৩৫৭টি ট্রেডের মাধ্যমে মোট ১৪ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এতে দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৬ কোটি ১০ লাখ ২৭ হাজার ১৬৭ টাকা। মোট ৩৯৪টি সিকিউরিটিজের লেনদেনের মধ্যে ২৪১টির দরবৃদ্ধি, ৮১টির দরপতন এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসই সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৯.৮২ পয়েন্ট বেড়ে ৫১২২.২২ পয়েন্টে দাঁড়ায়। ডিএস-৩০ সূচক ৫.০০ পয়েন্ট বেড়ে ১৯৮৭.৭৬ পয়েন্ট এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১০৮২.৬৩ পয়েন্টে উন্নীত হয়। 
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বিচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, তৌফিকা ফুডস এবং রবি আজিয়াটা। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- তমিজ উদ্দীন টেক্সটাইল, এস. আলম কোল্ড রোল্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, শাইনপুকুর সিরামিক, এনার্জিপ্যাক পাওয়ার এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিং সাইন টেক্সটাইল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ১, বিডি ফাইন্যান্স, ডোমিনেজ স্টিল, আজিজ পাইপ এবং নিউলাইন ক্লোথিং। আজ ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়ায় ৬৯, ৯৫, ৪৭০ কোটি ১১ লাখ ৬৯ হাজার ১৩৯ টাকা।
বাজারের ক্যাটাগরি অনুযায়ী দেখা যায়, এ-ক্যাটাগরির ২১৬টি কোম্পানির মধ্যে ১৩২টির দর বেড়েছে, ৪৭টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত ছিল। বি-ক্যাটাগরির ৭৯টির মধ্যে ৫৭টির মূল্যবৃদ্ধি পায়। জেড ক্যাটাগরির ৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বাড়ে। এন-ক্যাটাগরির কোনো সিকিউরিটিজের লেনদেন হয়নি আজ। 
মিউচুয়াল ফান্ডের ৩৫টির মধ্যে ১১টি ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে এবং ৭টি কমেছে। করপোরেট বন্ডের তিনটির মধ্যে একটির দর বেড়েছে এবং একটির কমেছে। সরকারি সিকিউরিটিজের দুটির মধ্যে একটির দর বৃদ্ধি ও অপরটির দর হ্রাস পেয়েছে।  
এদিন ডিএসইর মোট বাজারমূল্য দাঁড়ায় ৬,৯৯, ৫৪৭ কোটি ১১ লাখ ৬৯ হাজার ১৩৯ টাকা। এর মধ্যে ইক্যুইটির বাজারমূল্য ছিল ৩, ৪০, ৭৮৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৬১৪ টাকা এবং ঋণপত্র বাজারমূল্য দাঁড়ায় ৩, ৫৬, ২০৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৬৪৮ টাকা। মিউচুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২ হাজার ৫৫৭ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৮৭৬ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit