নওগাঁ দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
৪
Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয় ১৬২তম বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় প্রঙ্গনে এ বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদল ইসলাম ধলু।
দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফিউল আজম রানা, দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামসুল হক, প্রধান শিক্ষক জাফর আলী, সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।