স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শিরোপা এসেছিল আকবর আলীর হাত ধরে। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার। সেই দলের তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলামরা এখন জাতীয় দলেও নিয়মিত মুখ। তবে সেই দলের অধিনায়ক আকবরের এখনও জাতীয় দলে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি।
জাতীয় দলে অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে ‘অধিনায়ক’ আকবরের জাদু নিয়মিতই দেখা যায়। কিছুদিন আগে তার নেতৃত্বেই এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জিতেছে রংপুর বিভাগ। এবার হংকং সিক্সেসে তার নেতৃত্বেই শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে বাংলাদেশ।
সিক্স-এ-সাইড এই টুর্নামেন্টে আকবর ছাড়াও বাংলাদেশ দলে আছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ রায়হান।এই টুর্নামেন্টের গত আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই দলেও ছিলেন রনি, সাইফউদ্দিন ও জিশান। আগামী ৭ নভেম্বর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই আসরের পর্দা উঠবে। একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের অন্যান্য দলগুলো হলো–অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ইউএই, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও নেপাল।
উল্লেখ্য, সিক্স-এ-সাইড ক্রিকেটের একটি সংক্ষিপ্ত সংস্করণ যেখানে প্রতি দলে ছয়জন করে ক্রিকেটার খেলেন। সাধারণত এই ক্রিকেটে ম্যাচগুলো হয় ৫ ওভারের। বাংলাদেশের স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক/উইকেটকিপার), জিশান আলম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, তোফায়েল আহমেদ রায়হান ও রাকিবুল হাসান।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০