ডেস্ক নিউজ : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে। তবে এই গণভোটের ফল যদিও সংস্কারের বিপক্ষে যায়? অর্থাৎ, গণভোটে যদি ‘না’ জয়ী হয়, তাহলে কি হবে। এক্ষেত্রে জনগণের উপর আস্থা রাখার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
‘তারপর আবার এটা সংশোধন-সংযোজন করা হয়, করে আবার গণভোটে দেওয়া হয়েছিল। আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এইজন্য আমি বলছি আবার, জনগণের উপর আস্থা রাখুন’-যোগ করেন তিনি। সবারই পক্ষপাত থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনার অবস্থান ভিন্ন হতে পারে। আপনি দেবেন না ভোট। আমি দেব বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে- এই বিবেচনা না করা ভালো।’
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০