স্পোর্টস ডেস্ক : শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিত বরন রায় সেখানে উপস্থিত থেকে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আল-আমিন জানান, অতিরিক্ত গরমে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফজলে রাব্বি অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি। চিকিৎসক জানিয়েছেন, সম্ভবত আগের রাতে ঘুম কম ও মানসিক চাপে ছিলেন, তাই গরমে হিটস্ট্রোকের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
এর আগে সকাল ৯টায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয় ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) উদ্বোধনী ম্যাচ। সাড়ে ৯টায় টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক খুলনা বিভাগ।
দিনের শুরুতে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. জুলফিকার আলী খান, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলামসহ বিসিবি ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল রাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে ২টি ওয়ানডে ম্যাচে অংশ নেন তিনি। তবে কোনো রান করতে পারেননি। এরপর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচে দেখা যায়নি রাব্বিকে।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ১১:২০