স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যালানা কিং। অজিদের হয়ে একাই ৭ উইকেট শিকার করেছেন এই স্পিনার।
৭ ওভারে দুই মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন কিং। দক্ষিণ আফ্রিকার শেষ আট ব্যাটারের সাত জনকেই বিদায় করেছেন। তাতে রেকর্ড বইয়ে নাম লেখান এই অজি লেগি।
নারী ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেটের সপ্তম ঘটনা এটি। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই স্বাদ পেলেন কিং। তবে অস্ট্রেলিয়ার মেয়েদের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০