স্পোর্টস ডেস্ক : ৮ ক্লাবের অংশগ্রহণে ৬ দিনের এই টুর্নামেন্টে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮টি। ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং চেলসি- এই আটটি ক্লাব খেলবে এই টুর্নামেন্টে। ইন্টার মায়ামির ভেন্যু চেজ স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে পুরো টুর্নামেন্ট।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য যুব ফুটবলে এক বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করা। যেখানে তরুণ খেলোয়াড়রা ফুটবলের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হবে। আর পুরো আয়োজন মিশে যাবে ক্রীড়া, সংস্কৃতি ও উদ্ভাবনের এক নতুন সংমিশ্রণে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়ে মেসি বলেন, ‘অবশেষে তোমাদের সঙ্গে এটি ভাগাভাগি করতে পারছি। এই ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হবে এক বিশেষ যুব ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। ভবিষ্যতের ফুটবলাররা এখানে নিজেদের মেলে ধরবে, আর ম্যাচের বাইরেও থাকছে অনেক দারুণ আয়োজন। এটি শুধুই খেলা নয়, এটি পরবর্তী প্রজন্মের ব্যাপার। আশা করি, তোমরা ভালোবাসবে- এই হলো মেসি কাপ।’
প্রতিযোগিতার কাঠামো অনুযায়ী, আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। যেখানে প্রথম তিন দিনে রাউন্ড-রবিন ভিত্তিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সেরা দলগুলো যাবে প্লে-অফ পর্বে। শেষ দিনে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।
এ ছাড়া মাঠের বাইরেও থাকবে নানা আয়োজন। ফায়না ফোরামে অনুষ্ঠিত হবে স্পোর্টস, সংস্কৃতি ও বাণিজ্য বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সম্মেলন। আর পাও বাই পল কুই-তে হবে আনুষ্ঠানিক মেসি কাপ সামিট পার্টি। এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট মেসি কাপ ডটকম থেকে টিকেট কিনতে পারবেন সমর্থকেরা।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৩