তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বারোমারি কম্প্যাশন মিলনায়তনে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় শিশুদের প্রতিভা বিকাশে তিনটি গ্রুপে চিত্রাংকন, দেশের গান ও নৃত্য বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কন্যা শিশুদের সার্বিক নিরাপত্তা নিয়ে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি চেয়ারম্যান কম্প কুমার ¤্রং এর সভাপতিত্বে, উন্নয়ন কর্মী পাঞ্চালী রাংসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়কারী আলো মৃ, সমাজ উন্নয়নকর্মী সবিজ দালবৎ, নয়ন রাংসা, সংগীত শিক্ষক মেথিউস রাংসা প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষা অর্জন করে শিশুদের বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তিতে কম্প্যাশনের শিশুরা বাল্য বিয়েকে না বলুন শীর্ষক এক নাটিকা উপস্থাপন করে।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৭