স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের রেটিং পয়েন্টে দাভিদ মালানের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। প্রথমবার চূড়ায় পাকিস্তানের তারকা সাইম আইয়ুব।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে ৪ ধাপ এগিয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব। ২৪১ রেটিং পয়েন্ট তার। দীর্ঘদিন শীর্ষে থাকা ভারতের হার্দিক পান্ডিয়া (২৩৩) নেমে গেছেন দুইয়ে।
৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তার সঙ্গে অভিষের পয়েন্টের পার্থক্য ৮২। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলা ভারতের তিলাক ভার্মা আগের মতোই আছেন তিনে। চারে ইংল্যান্ডের জস বাটলার।
দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। তার সতীর্থ কুসাল পেরেরা দুই ধাপ এগিয়ে এখন নবম স্থানে। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পাকিস্তানের সাহিবজাদা ফারহানের। ১১ ধাপ এগিয়ে তিনি এখন ১৩ নম্বরে। তার সতীর্থ ফখর জামানের অগ্রগতি ৬ ধাপ, আছেন ৬০তম স্থানে।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভরুন চক্রবর্তী। দুইয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। দুই ধাপ এগিয়ে তিনে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
ভারতের রিস্ট স্পিনার কুলদিপ যাদব ৯ ধাপ উন্নতি করে এখন দ্বাদশ স্থানে। ১২ ধাপ এগিয়ে ভারতের অক্ষর প্যাটেলের সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর অগ্রগতি ১২ ধাপ, আছেন ২৯ নম্বরে।
এশিয়া কাপে বোলিংয়ে আলো ছড়িয়েছেন তিনি সাইম আইয়ুব। বোলারদের মধ্যে ৫১ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩