স্পোর্টস ডেস্ক : আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। আগামী রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতে দল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে ফাতিমা সানার নেতৃত্বাধীন দল ভারতের সঙ্গে শ্রীলংকায় মুখোমুখি হবে।
গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান পুরুষ ক্রিকেট দল। এশিয়া কাপের এবারের আসরে তিনবারের দেখায় পাকিস্তান হেরে যায় ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে তিন ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে।
এমনকি, চ্যাম্পিয়ন হওয়ার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানি হওয়ায় মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। যে কারণে ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান এসিসি সভাপতি মহসিন নকভি।
এখন সেই ট্রফি ফিরে পেতে আকুতি-মিনতি করছে ভারত। যদিও মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত কোনো অনুষ্ঠানের আয়োজন করুক, সেখানি আমি তাদের হাতের ট্রফি তুলে দেব।
এশিয়া কাপে পুরুষ দলের ভারত-পাকিস্তানের সেই উত্তেজনার প্রভাব পরতে পারে নারীদের বিশ্বকাপ ম্যাচেও। সূর্যকুমার যাদবরা যেহেতু পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি, হরমনপ্রীতের নেতৃত্বাধী দল পাকিস্তানের ফাতিমা সানাদের সঙ্গে হ্যান্ডশেক নাও করতে পারে।
হরমনপ্রীতকে পাকিস্তানি ক্রিকেটারদের উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শোভা পন্ডিত। তিনি বলেছেন, ‘আমরা চাইব হরমনপ্রীতেরাও যেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে। ওদের কাউকে জড়িয়ে ধরার দরকার নেই। ওদের সঙ্গে কথা বলারও প্রয়োজন নেই।’
তিনি আরও বলেছেন, ‘হরমনপ্রীতদের উচিত পুরুষদের দলকে অনুসরণ করা। সূর্যকুমার যাদরবা যেমন আচরণ করেছে, হরমনপ্রীতেরও তেমনই করা উচিত। এ জন্য ভারতীয় দলের উপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে হয় না। কাউকে অসম্মান করার প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই। উপেক্ষাই জবাব হোক।’
এব্যাপার ভারতীয় নারী দলের অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘আমাদের সাজঘরে এসব নিয়ে কোনও কথাই হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি। আমরা শুধু একটা জিনিস করতে পারি। সেটা হল, মাঠে নেমে ভালো ক্রিকেট খেলা। অন্য কিছু নিয়ে আমরা ভাবছি না।’
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:২০