বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

ক্রিকেট মোড়লদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : মূলধারার ক্রিকেটে প্রবেশ করছে সৌদি আরব। ক্রিকেট মোড়লদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০)-র সঙ্গে কৌশলগত অংশীদারি ঘোষণা করেছে সৌদি আরব, যার ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে একজন সৌদি খেলোয়াড় রাখতে হবে।

সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) আইএলটি-২০-কে অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত টি-টোয়েন্টি লিগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ অংশীদারির মাধ্যমে আগামী মৌসুমে সৌদি আরবে ম্যাচ আয়োজনেরও সুযোগ তৈরি হবে।

আইএলটি-২০-এর চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, সৌদি আরবের সঙ্গে অংশীদারির ঘোষণা আমাদের জন্য গর্বের বিষয়। দেশটির ক্রিকেট বিকাশের অঙ্গীকার সত্যিই অনুপ্রেরণাদায়ক।

সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেন, এই অংশীদারি দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন এবং অবকাঠামো ও পর্যটনের উন্নয়নের সুযোগ বৃদ্ধি করবে।

আইএলটি-২০ সিজন-৪ আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৪ জানুয়ারি ২০২৬-এ ফাইনালের মাধ্যমে শেষ হবে। এবারের মৌসুমে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit