স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এই তিন ফরম্যাটে একটা সময়ে বিশ্ব সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
আজ বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপারের ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৪ ওভার খরচ করে ১ উইকেট শিকার করে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজুর রহমান।
এই তারকা পেসার জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশের এই অভিজ্ঞ পেসার ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ১১৮ ম্যাচ খেলে ১৫০ উইকেট শিকার করেন।
ওয়ানডে ক্রিকেটে ১১২ ম্যাচে মোস্তাফিজের শিকার ১৭৫ উইকেট। জাতীয় দলের হয়ে ১৫ টেস্টে অংশ নিয়ে ৩১ উইকেট শিকার করেন ‘দ্য ফিজ’। আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে আইপিএল সহ বিশ্বের নামিদামি সগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেন মোস্তাফিজ।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩০