ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ-সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয় তবে বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন?
তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী। তিনি আরও বলেন, অনিশ্চয়তা কাটানোর জন্য অন্তর্বর্তী সরকারের চলে যাওয়া উচিৎ।
তারপর একটা নিরপেক্ষ সরকারের অধীনে সবাইকে নিয়ে নির্বাচন করে নির্বাচনের পর যত রকমের সংস্কার আছে সেগুলোতে হাত দেওয়া উচিৎ। তিনি আওয়ামী সরকারের মন্ত্রী থাকলেও কখনো শেখ হাসিনার কোনো খারাপ কাজে সমর্থন দেননি বলেও জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৩৩