স্পোর্টস ডেস্ক : মাত্র ৬.১ ওভারেই তারা তুলে নেন ৭৭ রান। শেষমেশ তাদের সে ঝড় থামান রিশাদ হোসেন। তাকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন গিল। তবে বিধ্বংসী অভিষেক এখনো আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তুলে নিলেন ফিফটিও।
দুবাইতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৩ রান। ৫০ রানে অপরাজিত অভিষেককে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন শিবাম দুবে। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে সাজঘরে ফিরেছেন শুভমান গিল।
এদিন জাকের আলীর নেতৃত্বে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কোমরের চোটে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে আনা হয়েছে চার পরিবর্তন। লিটনের সঙ্গে বসানো হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানকে। দলে ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার তানজিম হাসান সাকিব ও ওপেনার পারভেজ হোসেন ইমন। চলতি এশিয়া কাপে প্রথমবার একাদশে সুযোগ পেলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে ভারত।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুদলই। আজকের ম্যাচ যারা জিতবে, তারা এক পা দিয়ে রাখবে ফাইনালের পথে। তাই জয় পেতে মরিয়া থাকবে দুদলই। অতীত পরিসংখ্যান, শক্তিমত্তা এবং সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য যোজন যোজন এগিয়ে ভারত। এ ফরম্যাটের ১৭ বারের দেখায় ১৬ বারই জিতেছে মেন ইন ব্লু। দ্বিতীয় জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
বাংলাদেশের একাদশ: তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০