স্পোর্টস ডেস্ক : দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে পরিষ্কার ফেবারিট ভারত। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি খেলে ভারত হেরেছে মাত্র ৩টি। হয়েছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। বাংলাদেশ তো পরের কথা, বিশ্বের যেকোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনেই ভারত ফেবারিট।
কিন্তু দিনশেষে ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর এই অনিশ্চয়তাকে কাজে লাগিয়েই আজ ভারতবধের স্বপ্ন দেখছে টাইগাররা। এখন প্রশ্ন, ভারতকে চ্যালেঞ্জ জানাতে কেমন একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ? শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া একাদশই কি এই ম্যাচে খেলবে নাকি আসবে পরিবর্তন?
সাইফ হাসান জ্বলে ওঠায় আপাতত ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। একমাত্র চোটজনিত কারণেই পরিবর্তন আসতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সাইফকে তাই আজও ওপেনিংয়ে দেখা যাবে। সুপার ফোরের সেই ম্যাচে তানজিদ হোসেন তামিম ডাক মারলেও আজও সাইফের সঙ্গে তিনিই ইনিংস উদ্বোধন করবেন।
তিন আর চারে যথারীতি অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। দিনকয়েক আগেও ছন্দহীনতার কারণে হৃদয়ের জায়গা অনেকটা নড়বড়ে হয়ে উঠেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ক্যাচ মিস করে ব্যাপক সমালোচিত হচ্ছিলেন। কিন্তু ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে সমালোচকদের দারুণ জবাব দিয়েছেন হৃদয়।
তবে, লিটনকে নিয়ে সামান্য শঙ্কা আছে। ভারত ম্যাচের দুইদিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন টাইগার দলপতি। পরে আর সেদিন ব্যাটিং অনুশীলন করেননি। টিম ম্যানেজমেন্ট তখনই জানিয়েছিল, চোট গুরুতর নয়। ফলে তার খেলার সম্ভাবনাই বেশি। লিটনের পর নামবেন শামীম হোসেন পাটোয়ারী।
ছয় নম্বরে দলের চাওয়া পূরণে ব্যর্থ জাকের আলী। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে একটা ছক্কাও মারতে পারেননি এই হার্ড হিটার ব্যাটার। স্ট্রাইক রেটও সন্তোষজনক নয়। আজ জাকের নাকি নুরুল হাসান সোহান–কার ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট সেটা একটা প্রশ্ন। তবে, শেষ পর্যন্ত জাকেরের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
এবার বোলিংয়ে আসা যাক। অফস্পিনার শেখ মেহেদীর জায়গা পাকা বলা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। পাওয়ার প্লেতে ব্রেকথ্রু এনে দিতে তার জুড়ি মেলা ভার। আজও অভিষেক শর্মার বিপক্ষে নতুন বলে অধিনায়কের আস্থার জায়গা হতে পারেন তিনি।
গত ম্যাচের মতো এই ম্যাচেও আরেক স্পিনার হিসেবে নাসুম আহমেদের ওপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে রিশাদকে এদিনও বেঞ্চে বসে থাকতে হতে পারে। ভারতের বিপক্ষে রিশাদের রেকর্ড এই সিদ্ধান্ত নেয়া সহজ করে দিতে পারে। ভারতের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিতে ওভারপ্রতি ১৪.১৬ রান দিয়েছেন এই লেগ স্পিনার। সে হিসেবে নাসুমেই আস্থা রাখার কথা।
পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদের জায়গা মোটামুটি পাকা। তৃতীয় পেসার হিসেবে আজ ফিরতে পারেন তানজিম সাকিব। ভারতের বিপক্ষে ৩ ম্যাচেই ৭ উইকেট নিয়েছেন এই সাকিব, যদিও রান দিয়েছেন ওভারপ্রতি ১২.৩৩ করে। তাকে জায়গা করে দিতে আদ পড়তে পারেন গত ম্যাচে ৪ ওভারে ৪৯ রান দেয়া শরীফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী, তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:০৫