আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “স্পন্দন” আবৃতি ও নৃত্য একাডেমী’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নাজিরা আক্তার ফেরদৌসীর সঞ্চালনায় অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংগঠনের পরিচালক শাহিনুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আখতারুজ্জামান সুমন, সাংবাদিক রওশন রশিদ, কন্ঠ শিল্পী আমজাদ হোসেন, নাট্য সমিতির আহবায়ক মাসুদ বীন আমিন সুমন, নৃত শিল্পী আনিস আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০০