মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপ জন মিত্র।
এসময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ, ডিজিএম মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রাশেদা খানম কল্পনা, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যন আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজে সাবেক ভারপ্রপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা ও প্রভাষক বিশ্বজিত সাহা প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন। এবছর ভূরুঙ্গামারীতে মোট ১৯ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:১৫