ডেস্ক নিউজ : অত্রাঞ্চলের প্রখ্যাত আলেম ও রাজারহাট কামিল মাদ্রাসার সভাপতি অব: অধ্যক্ষ আবু হক্কানীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে রাজারহাট উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমানের বিরুদ্ধে । সোমবার বিষয়টি নিশ্চিত করেছে মাওঃ আবু হক্কানী। অভিযোগে জানা গেছে, সম্প্রতি রাজারহাট কামিল মাদ্রাসার সভাপতি পদের জন্য ইসলামি বিশ্ববিদ্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান, রাজারহাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আবু হক্কানী এবং পাঠানপাড়া দাখিল মাদ্রাসা সুপার আব্দুল কাদের এর নামের তালিকা প্রেরন করেন মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হাই। এরমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় মাওঃ আবু হক্কানীকে সভাপতি মনোনয়ন প্রদান করেন।
এরপর মাওঃ আবু হক্কানীর সভাপতিত্বে মাদ্রাসার প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। তবে সভাপতি হতে না পেরে বিষয়টি ভালো ভাবে মেনে নিতে পারেননি উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমান। একারণে তিনি অধ্যক্ষ আবু হক্কানীকে মুঠো ফোনে হুমকী দেন। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আব্দুল হাই বলেন,আবু হক্কানী হুজুর সভাপতি হওয়ার পর উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান আর আমার সাথে কথা বলেন না। তবে আবু হক্কানী হুজুর আমাকে জানিয়েছেন, বিএনপি আহবায়ক আনিছুর রহমান নাকি তাকে বলেছেন এই মাদ্রাসায় আর না আসার জন্য।
মাদ্রাসার বর্তমান সভাপতি ও এই এলাকার প্রখ্যাত আলেম মাওঃ আবু হক্কানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,রাজারহাট উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমান আমাকে ওই মাদ্রসায় না আসার জন্য মোবাইল ফোনে হুমকি দেয়ার বিষয়টি আমি অনেককে অবগত করেছি। তবে এবিষয়ে তিনি এখনো থানায় কোন জিডি কিংবা বিএনপি’র উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কোন লিখিত অভিযোগের দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করেননি।
এবিষয়ে জানার জন্য উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা তাকে পাওয়া যায়নি। এদিকে এই অঞ্চলের প্রখ্যাত আলেম ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে বিএনপি নেতার হুমকির ঘটনায় আলেম সমাজ এবং তার শিক্ষার্থী সহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:৪০