স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে উঠলো বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে নেপাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৮তম মিনিটেই এগিয়ে যায় তারা। শ্রীলঙ্কার গোলরক্ষক সাথিনের নিচু করে নেওয়া কিকে বক্সের বাইরে বল পেয়ে যান বাংলাদেশের নাজমুল হুদা ফয়সাল। তিনি শট নিলে অবশ্য সেটি ফিরিয়ে দেন গোলকিপার, কিন্তু আরিফের ফিরতি শট আর ঠেকাতে পারেননি গোলরক্ষক।
২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল তারা। মানিকের ক্রসে অপু রহমানের হেড গোলরক্ষক ফিস্ট করে দেন। ফয়সালের ফিরতি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। ৩৮তম মিনিটে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ফয়সালের ক্রসে হেড করেন মানিক, তার হেড ফিরে আসে ক্রসবারে লেগে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার। ৬৪তম মিনিটে সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলরক্ষক; ফিরতি শটেই লক্ষ্যভেদ করেন রিফাত। ৮৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের লম্বা পাস থেকে বল জালে জড়ান রিফাত।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১৫