শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সে মুগ্ধ রমিজ রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে জয়টি দারুণভাবে উপভোগ করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। 

রমিজ বলেন, ‘ওপেনার সাইফের দুর্দান্ত ব্যাটিংই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। টি-টোয়েন্টিতে ৬০ রান একটি বড় স্কোর, আর ওপেনার যদি ৬০ রান করে তাহলে বোঝা যায় যে রান তাড়া করার ক্ষেত্রে দলের ভিত্তি মজবুত ছিল। এরপর হৃদয়, যার মধ্যে প্রচুর প্রতিভা আছে, সেও হতাশ করেনি এবং দ্রুত ৫০ রান করে।’

তিনি আরও বলেন, ‘হৃদয় অনেক বড় প্রতিভাবান একজন খেলোয়াড় এবং আমি আশা করি ও এভাবেই তার প্রতিভা কাজে লাগাতে থাকবে এবং দুর্দান্ত ইনিংস খেলবে। কারণ তার মধ্যে সেই ক্ষমতা, দক্ষতা এবং কৌশল আছে যা দিয়ে সে এমন ইনিংস খেলতে পারে। তাই ম্যাচটি উপভোগ্য ছিল, এটি একটি গুরুত্বপূর্ণ এবং চাপের ম্যাচ ছিল, এবং বাংলাদেশ নিজেদের এবং তাদের ভক্তদের হতাশ করেনি।’

পাকিস্তানের এই তারকা বলেন, ‘দেখুন, হৃদয় ম্যাচসেরা না হলেও, কী অসাধারণ একটি ইনিংস খেলেছে! ৩১ বলে ৫০ রান, এবং সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ৫০ রান করেছে। কারণ এই সময়ে ছন্দেরও প্রয়োজন ছিল, অভিজ্ঞতাও দরকার ছিল, যাতে রানের গতি কমে না যায়। কারণ এটি একটি বেশ বড় স্কোর ছিল, সহজ ছিল না।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই সভাপতি বলেন, ‘টপ অর্ডারে ওপেনাররা স্কোর করেছে, কিন্তু এরপর মিডল অর্ডারে কাউকে স্কোর করতে হতো। আর মিডল অর্ডারে তাওহীদ হৃদয় অসাধারণ একটি ইনিংস খেলেছে। তার সবকিছুই আছে, সে স্পিন ভালো খেলে, সে ছোটখাটো, পায়ের ব্যবহারও ভালো, তার কাট শট আছে। উপরন্তু সে ফাস্ট বোলিংও ভালো খেলে, তার ব্যাট স্পিড দ্রুত। এবং তার মধ্যে অনেক প্রতিভা আছে।’

তিনি আরো বলেন, ‘আমি শুধু আশা করি যে হৃদয় এভাবে আরও ভালো করবে এবং সারা বিশ্বকে তার প্রতিভা দেখাবে। সে একটি খুব বড় ইনিংস খেলেছে, আর যখন একটি ম্যাচ জেতা হয়, তখন এমন ফিফটিগুলো বহুদিন মনে থাকে। তাই তার ব্যাটিং ছিল চমৎকার, এবং আমরা তার থেকে আরও অনেক কিছু আশা করি।’

রমিজ বলেন, ‘শ্রীলংকা হতাশ হবে, কারণ তাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। তবে কন্ডিশন বোলিংয়ের জন্য অনুকূল ছিল না। আউটফিল্ড ভারী ছিল, বল গ্রিপ করা কঠিন ছিল, পিচ ভেজা ছিল এবং সাইডওয়ের মুভমেন্টও কম ছিল। হাসারাঙ্গা দুটি উইকেট নিলেও তার চেয়ে বেশি পারফরম্যান্সের দরকার ছিল, যা তারা পায়নি। কারণ হৃদয় একাই তাদের ভালো করতে দেয়নি।’

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit