শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘‘ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সুরক্ষিত হবে শিশুর জীবন আবার” এই প্রতিপাদ্যকে ধারনে করে কুড়িগ্রামের উলিপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বজরা ইউনিয়ন পরিষদ চত্বরে বজরা যুব সংগঠনের আয়োজনে ও চাইল্ড নট ব্রাইড প্রকল্প এবং সিএনবি প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ কাইয়ুম সরদার, ইউপি সদস্য ইমদাদুল হক, আরজু মিয়া, লুৎফর রহমান, রফিকুল মিয়া, সংরক্ষিত নারী সদস্য জিয়াসমিন আক্তার রত্না, বজরা ফেডারেশনের চেয়ারম্যান সুজা মিয়া, পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদ, ইউনিয়নের চ্যাম্পিয়ন মা আনিছা খাতুন, গ্রাম পুলিশ রোস্তম আলী সহ যুব ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় প্রজেক্ট অবহিত করেন বজরা যুব সংগঠন সভাপতি বায়েজীদ আলম।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:০৮