স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এবার মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং। তার মতে, পাকিস্তানের বর্তমান দলে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মুরোদই নেই। পাকিস্তান আবারও ক্রিকেট মানচিত্রে সমীহ পেতে দলে হলে একজন ইমরান খানের মতো চরিত্র আনতে হবে, মত দেন যোগরাজ।
পাকিস্তানের সাম্প্রতিক আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো লড়াই হয়ই না। এটা সম্ভব নয়। তারা যে প্ল্যাটফর্মে খেলে, সেটা হলো মাটি। আর আমরা খেলি আকাশে। আকাশ আর মাটির কখনও মিল হয়নি। তাই ভারতের সঙ্গে তাদের তুলনা চলে না।’
পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি নিয়েও হতাশা প্রকাশ করেন যোগরাজ। তার ভাষায়, ‘পাকিস্তানের উচিত নিজেদের ক্রিকেটারদের গড়ে তোলা। যেমন আমরা নিজেদের খেলোয়াড়দের নিয়ে ভাবি। ইমরান খান দারিদ্র্যপীড়িত ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের বিশ্বকাপে সুযোগ দিয়েছিলেন। সেই কারণেই তারা বিশ্বকাপ জিতেছিল। পাকিস্তানেরও এখন ইমরান খানের মতো মানসিকতা প্রয়োজন।’
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:০০