স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার। এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।
তবে সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বোলার নিয়েই নেমেছিল বাংলাদেশ। তবে নাসুম আর শেখ মাহেদী দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দেদারসে। যার ফলে প্রশ্ন উঠছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও।
তবে মাশরাফি এ নিয়ে জানালেন, পাঁচ বোলার নিয়ে খেলতেই হবে। কেন, সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’
বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও একই সুরে কথা বললেন, ‘টি–টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫৪